দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার শামি
স্ত্রী হাসিন জাহানের অভিযোগে রীতিমত প্রাণ যায়যায় অবস্থা ভারতীয় পেসার মোহাম্মদ শামির। পুলিশি ঝামেলা তো আছেই, এর সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ কাঁধে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার দুঃসংবাদও শুনেছিলেন তিনি। অবশেষে এই পেসারকে চুক্তিতে ফিরিয়েছে বিসিসিআই।
এরপরই আশা জেগেছিল জাতীয় দল ও আইপিএলের হয়ে মাঠে ফেরার। তবে এরই মধ্যে রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় এই পেসার। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মাথায় চোট লেগেছে তার। দুর্ঘটনায় তার মাথায় ও কপালে কমপক্ষে ১০ টি সেলাই পড়েছে।
এদিকে শামির বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহান কয়েকটি মামলা দিয়েছেন। বিষ খাইয়ে হত্যার চেষ্টা, পরকীয়াসহ তার নানা অভিযোগের প্রেক্ষিতে শামির বিরুদ্ধে প্রতিবেদন দায়ের করে কলকাতা পুলিশ। ওই তদন্ত চলছে। এছাড়া শামির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানিয়েছেন তার স্ত্রী।
এমআর/পিআর