ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাবাদার আপিলের শুনানি ১৯ মার্চ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৬ মার্চ ২০১৮

শাস্তির বিরুদ্ধে কাগিসো রাবাদার আপিলের পর শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ মার্চ। এজন্য আইসিসি জুডিশিয়াল কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ডের মাইকেল হেরনকে। শুনানির পর ৪৮ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে হেরনকে। যার অর্থ বুধবারের মধ্যে আপিলের ফলটা জেনে যাবেন দক্ষিণ আফ্রিকান পেসার।

পোর্ট এলিজাবেথ টেস্টে স্টিভেন স্মিথকে ধাক্কা দেয়ার পর রাবাদার বিরুদ্ধে লেভেল টু ভঙ্গের অভিযোগ আনা হয়। তিনটি ডিমেরিট পয়েন্টের সঙ্গে ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানাও করা হয়। আগের ডিমেরিট পয়েন্টের সঙ্গে যোগ হয়ে যা ২ টেস্টের নিষেধাজ্ঞায় পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকা তাই এই শাস্তির বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেয়।

ওই আপিলের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ মার্চ। শুনানিটি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বুধবারের মধ্যে (২১ মার্চ) জানানো হবে ফল।

যদি রাবাদার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউল্যান্ড টেস্টেই খেলতে পারবেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। টেস্টটি শুরু হবে ২৩ মার্চ, শুক্রবার থেকে।

এমএমআর/পিআর

আরও পড়ুন