নিউজিল্যান্ড টেস্ট দলে নেই স্যান্টনার
ওয়ানডের পর টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। দুই ম্যাচের এই সিরিজের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড। হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার।
এদিকে শুধু এই টেস্ট সিরিজ নয় এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলে খেলা নিয়ে রয়েছে সংশয় সৃষ্টি হয়েছে স্যান্টনারের। চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল এই স্পিনারের।
এদিকে ইনজুরির কারণে শেষ ওয়ানডে মিস করা রস টেলর টেস্ট দলে ডাক পেয়েছেন। দুই বছর পর দলে ডাক পেয়েছেন ৩১ বছর বয়সী টড অ্যাস্টল। যিনি ক্যারিয়ারের দু’টি টেস্ট খেলেছেন ২০১৬ সালের নভেম্বরে।
আগামী ২২ মার্চ দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে। অকল্যান্ডে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ মার্চ থেকে।
নিউজিল্যান্ড স্কোয়াড
জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, ম্যাট হেনরি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ড, টিম সাউদি।
এমআর/এমএস