মৃত্যুঞ্জয়ে প্রথম দিন বাংলাদেশ যুবাদের
আফগানিস্তানের বিপক্ষে ভারতে তিন দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন নিজেদের করে নিয়েছে টাইগার যুবারা। তবে এখনো দিন শেষে ১৭০ রানে পিছিয়ে বাংলাদেশ।
ভারতের বৃহত্তর নয়ডায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। ইজাজ আহমেদের সেঞ্চুরি ও সুলায়মান আরবজাইয়ের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল দলটি। দুজনকেই ফেরান রিশাদ হোসেন।
এই দুইজনের বিদায়ের পর ছন্দপতন ঘটে আফগান শিবিরে। মৃত্যুঞ্জয়ের বোলিংয়ে যাওয়া আসার মিছিলে যোগ দেন তাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। শেষ দিকে ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। মৃত্যুঞ্জয় ৩৯ রানে নেন ৫ উইকেট। ২টি উইকেট পেয়েছেন রিশাদ খান।
জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রান্তিক নওরজ নাবিল ৪৬ ও রিশাদ হোসেন শূন্য রানে অপরাজিত আছে। এর আগে ফাইয়াজ হাবিব ১৩ আর তাহসিন কোন রান না করেই সাজঘরে ফিরেছেন।
এমআর/জেআইএম