পিএসএলে ঝড় তুললেন আরেক ‘আফ্রিদি’
পাকিস্তানের ক্রিকেটে আসছেন আরেক আফ্রিদি। না, শহীদ আফ্রিদির মতো লেগস্পিন ভেল্কি কিংবা বুমবুম ব্যাটিং নিয়ে নয়। নতুন আফ্রিদির পরিচয়, তিনি একজন বাঁহাতি পেসার।
শাহীন শাহ আফ্রিদির নামটি হয়তো অনেকে আগেও শুনে থাকবেন। ১৭ বছর বয়সী এই বোলার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ৮ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসজি) বাজিমাত করলেন এই তরুণ। মাত্র ৪ রানে নিলেন ৫ উইকেট।
পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন শাহিন শাহ আফ্রিদি। শুক্রবার মুলতান সুলতানসের বিপক্ষে ৪ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসেরই সেরা বোলিং ফিগারের মধ্যে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই নতুন বিস্ময়।
নতুন আফ্রিদিকে দেখে রীতিমতো মুগ্ধ আসল আফ্রিদি। শহীদ আফ্রিদি তার টুইটার অ্যাকাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘শাবাস শাহিন আফ্রিদি। একটা চ্যাম্পিয়ন তৈরি হচ্ছে। কী দুরন্ত বোলিং করলো। এবারের টুর্নামেন্টের সেরা বোলিং। শাহিন আফ্রিদি খুব শীঘ্রই বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠবে।’
এমএমআর/জেআইএম