রনকির ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল করাচি
মাত্র ৩৭ বল। রান করলেন ৭১। রীতিমত টর্নেডোই বইয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান লুক রনকি। ১০টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা। তাতেই উড়ে গেল শহিদ আফ্রিদির দল করাচি কিংস।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বল হাতে রেখেই ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নিল মিসবাহ-উল হকের দল ইসলামাবাদ ইউনাইটেড। লুক রনকি একাই বলতে গেলে জিতিয়ে দিলেন করাচিকে। ব্যাটিং ওপেন করতে নেমে জেপি ডুমিনি অপরাজিত থাকেন ৪৩ রানে। ১৬ বলে আসিফ আলি অপরাজিত থাকেন ২৬ রানে। হোসাইন তালাত করেন ৮ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে আফ্রিদির দল করাচি। যদিও এই ম্যাচে খেলেননি শহিদ আফ্রিদি। খুররম মনজুর আর বাবর আজমের জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে করাচি কিংস। খুররম মনজুর করেন ৪১ বলে ৫১ রান। ৬টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার ছিল তার ইনিংসে। ৫৩ বলে ৫৫ রান করেন বাবর আজম। ৩টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি।
এছাড়া ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। ইসলামাবাদের পক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সামি এবং হোসাইন তালাত।
আইএইচএস/জেআইএম