ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিরিজটা বোলারদের জন্য চ্যালেঞ্জিং : রুবেল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৪ মার্চ ২০১৮

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেননি টাইগার বোলাররা। তাদের ছন্দহীন বোলিংয়ে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ১৯৩ রান করেও হারের স্বাদ পায় টাইগাররা। এবার নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ভারতকেও মোকাবেলা করতে হবে মোস্তাফিজ-রুবেলদের। তাই দেশ ছাড়ার আগে সিরিজটাকে চ্যালেঞ্জিং মানছেন টাইগার পেসার রুবেল হোসেন।

শ্রীলঙ্কা যাবার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবেল বলেন, ‘শ্রীলঙ্কার উইকেটে সাধারণত ব্যাটসম্যানরা সুবিধা পায়। আর সিরিজটি টি-টোয়েন্টি ফরমেটের। তাই বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে। আমাদের সিরিয়াসলি বোলিং করতে হবে।’

ইনজুরির কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিবের। ভারপ্রাপ্ত হেড কোচ আগেই বলেছেন সাকিবের অভাব পূরণ করা সম্ভব না। এবার একই রকম কথা বললেন এই পেসারও। সাকিবের অনুপস্থিতি নিয়ে রুবেল বলেন, ‘সাকিব ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড়। সে থাকলে দলের সবার ভেতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো এখন তার জায়গায় যেই খেলুক না কেন আমাদের প্রতিটি খেলোয়াড় যদি নিজেদের সেরা পারফরম্যান্স বের করে আনতে পারি, আমার কাছে মনে হয় না আহামরি কোন সমস্যা হবে।’

উল্লেখ্য, নিদাহাস ট্রফির মিশনে আজ দুপুর ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৮ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

এমআর/জেআইএম

আরও পড়ুন