ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভালো শুরুর প্রত্যাশা তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৪ মার্চ ২০১৮

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে নিদাহাস ট্রফিতে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা। এ সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। আর এর জন্য একটি ভালো শুরু প্রত্যাশা করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ

শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসকিন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজটা একটু টাফ। কঠিন চ্যালেঞ্জের মধ্যে আমাদের খেলতে হবে। আগের সিরিজে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা গত কয়েকদিন কাজ করেছি। আমার বিশ্বাস, আমাদের সে সামর্থ্য আছে ভালো করার ও ঘুরে দাঁড়ানোর। শুরুটা ভালো হলেই ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।’

গত বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরে গিয়ে দলটির সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সবগুলো সিরিজেই ড্র করে টাইগাররা। ওই সফরেই নিজেদের শততম টেস্ট ম্যাচে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ওই সিরিজে বাংলাদেশ দলের সদস্য ছিলেন তাসকিন। ওই অভিজ্ঞতা তুলে ধরে এই পেসার জানান, ‘শ্রীলঙ্কাতে আমরা আগেও একটা সিরিজ খেলেছি। সাধারণত উইকেটে ব্যাটসম্যানরা সুবিধা পায়। সিরিজটা স্বাগতিকদের সঙ্গে ভারত থাকায় কিছুটা কঠিন। তবে আমরা সেরাটা দেয়ার চেষ্টা করবো। বোলিং বিভাগ গতবারের চেয়ে ভালো করবে, ব্যাটিংও ভালো করবে।’

উল্লেখ্য, নিদাহাস ট্রফির মিশনে আজ দুপুর ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৮ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

এমআর/আরআইপি

আরও পড়ুন