প্রথমবারের মত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ টেলিভিশনে
এবারই প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের ১০টি ম্যাচ সরাসরি টেলিভিশনে দেখতে পাবেন দর্শকরা। স্টার স্পোর্টস, আইসিসির গ্লোবাল মিডিয়া রাইটস এবং অারও কয়েকটি অফিসিয়াল ব্রডকাস্টারের সহযোগিতায় ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো দেখতে পারবেন পাঁচ মহাদেশের ২০০ দেশের দর্শক।
বিশ্বকাপের মোট ১০টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে ব্রডকাস্টারের মাধ্যমে। এর আগে, ২০১৪ বিশ্বকাপের সময় বাছাইপর্বের চারটি ম্যাচের সরাসরি কভারেজ দিয়েছিল আইসিসি।
টেলিভিশন ছাড়াও অনলাইন এবং অন্যান্য মোবাইল ডিভাইসের মাধ্যমে খেলা উপভোগ করা যাবে। বিশ্বকাপের আগেই বিশ্বকাপ লড়াইয়ের আমেজ পেতে যে কোনো মাধ্যমে খেলা দেখার সুযোগটা লুফে নিতে পারেন ক্রিকেটভক্তরা।
এমএমআর/পিআর