ইংল্যান্ডকে জেতালেন স্টোকস
ফেরার ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি বেন স্টোকস। করেছিলেন মাত্র ১২ রান। তার দলও হেরে গিয়েছিল। তবে, নিজের মূল্য বোঝাতে খুব বেশি সময় নিলেন না ইংলিশ অলরাউন্ডার। ফেরার দ্বিতীয় ম্যাচেই স্টোকসের ব্যাটে ভর করেই স্বগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের দারুণ এক জয় পেলো ইংল্যান্ড। কিউইদের করা ২২৩ রানের জবাব দিতে নেমে ৩৭.৫ ওভারেই (৭৩ বল হাতে রেখে) সিরিজে সমতা ফেরে ইংল্যান্ড৷
রোববার হ্যামিল্টনে প্রথম ম্যাচে কিউদের কাছে হেরেছিল ইয়ন মরগ্যানের দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের দাপটে ৪৯ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড।
ক্রিস ওকস, মঈন আলি, বেন স্টোকস প্রত্যেকে দু’টি করে উইকেট নেন। কিউই ওপেনার কলিন মুনরো দ্বিতীয় ওভারে ১ রানে আউট হন। তিন নম্বরে ব্যাট করতে আসা মার্ক চাপম্যানও পরের ওভারেই মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ক্রিজে থেকে বেশ কিছুক্ষণ লড়াই চালিয়ে যান ওপেনার মার্টিন গাপ্টিল। ৮৭ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। টেলএন্ডার হিসেবে ৬৩ রানে অপরাজিত থাকেন মিচেল সান্তনার। ইংলিশ ব্যাটসম্যানদের সামনে ২২৪ রানের লক্ষ্য বেধে দেয় কিউইরা।
জবাবে ব্যাট করতে নেমে ৩৭.৫ ওভারেই মাত্র ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। অধিনায়ক ইয়ন মরগ্যান ৩টি ছক্কা ও ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ৬২ রান করেন। ৭৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন নাইটক্লাব বিতর্কের পর সদ্য দলে ফেরা ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান বেন স্টোকস। ৭টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। মাউন্ট মঙ্গানুইয়ে ৬৩ রান ও ২টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন স্টোকস।
আইএইচএস/এমএস