শ্রীলঙ্কাকে নিয়ে হাথুরুর নতুন কৌশল
শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলেন কিছুদিন আগেই। এরপর আসেন বাংলাদেশ সফরে। আর সফরে দুইহাত ভরে পেয়েছেন হাথুরুসিংহে। তিন ফরম্যাটে তিন সিরিজ জয়। তবে এ সাফল্যেই থেমে থাকতে চাইছেন না এই কোচ। এবার দলটি নিয়ে নতুন পরিকল্পনা করছেন হাথুরু। দলের ভবিষ্যৎ নির্মাণে ক্রিকেটারদের পুল বাড়ানোর চিন্তা-ভাবনা করছেন লঙ্কান এই কোচ।
ক্রিকেটারদের আলাদা পুল বাছাই নিয়ে লঙ্কান এই কোচ বলেন, ‘বিভিন্ন দেশে বিভিন্ন পরিস্থিতিতে লড়াই করতে ক্রিকেটারদের বড় পুল চাই। প্রতিপক্ষের সামর্থ্য ও শক্তির দিক বিবেচনায় রেখেই এই পুল বাছাই করা হবে।’
দলে বিকল্প খেলোয়াড় তৈরি করতেই পুল নিয়ে ভাবছেন এই কোচ। এ নিয়ে বলেন, ‘কখনও দেখবেন না এক দল নিয়ে পড়ে আছি। সব ক্রিকেটারদেরই সমানভাবে সুযোগ মিলবে। তবে এটা নিশ্চিত যারা পারফর্ম করবে তারাই দলে থাকতে পারবে। সব সময়ই চেষ্টা থাকবে সেরা কম্বিনেশন দিয়ে যাতে জিততে পারি।’
নিত্য নতুন পরিকল্পনার কারণেই হয়তো ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে শুরুতে হারের পর ঘুরে দাঁড়িয়েছেন সফল ভাবে। জিতেছেন সবগুলো সিরিজই। এবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কা। যেখানে তাদের প্রতিপক্ষ ফর্মে থাকা ভারত ও বাংলাদেশ। দেখা যাক ঘরের মাঠে কি করতে পারে তার দল।
এমআর/পিআর