ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রাইম ব্যাংককে সহজেই হারালো শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে সহজেই হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৩২ বল হাতে রেখে ৫ উইকেটের বড় জয় পেয়েছে তারা।

টসে জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেললেও ২২৭ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। মজার ব্যাপার হলো, দলের প্রথম ৯ ব্যাটসম্যানই দুই অংক পার করেছেন। অথচ কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। প্রাইম ব্যাংকের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান ওপেনার মেহেদী মারুফের। সাজ্জাদুল হক করেন ৩৫ রান।

শেখ জামালের পক্ষে ৩৪ রানে ৩টি উইকেট নিয়েছেন রবিউল হক। ইলিয়াস সানী এবং আবু জায়েদ নিয়েছেন ২টি করে উইকেট।

২২৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ভালো একটা ভিত পেয়ে গেছে শেখ জামাল। সৈকত আলী আর জিয়াউর রহমান এই জুটিতে তুলেছেন ৭০ রান। সৈকত ৩৯ করে ফিরলেও জিয়াউর তুলে নিয়েছেন দুর্দান্ত এক হাফসেঞ্চুরি। ৭৬ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬৭ রান করে আউট হন তিনি।

এরপর দিগ্বিজয় রাঙ্গির ৩৯ এবং নুরুল হাসান সোহানের ২১ বলে ২৮ রানের হার না মানা ইনিংসে জয় তুলে নিতে কোনো কষ্টই হয়নি শেখ জামালের।

প্রাইম ব্যাংকের মনির হাসান নিয়েছেন ২টি উইকেট। এছাড়া জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন আর আরিফুল হক নিয়েছেন একটি করে উইকেট।

এমএমআর/এমএস

আরও পড়ুন