দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত
দক্ষিণ আফ্রিকায় প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জয়ের ইতিহাস গড়ে ওয়ানডে র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ফেরত পেয়েছে ভারত। ছয় মাসের মধ্যে তৃতীয়বারের মতো ওয়ানডের 'নাম্বার ওয়ান' হলো বিরাট কোহলির দল। শীর্ষস্থান দখলে নিতে ভারত পেছনে ফেলেছে প্রোটিয়াদেরই।
পোর্ট এলিজাবেথে মঙ্গলবার রাতে সিরিজের পঞ্চম ওয়ানডেতে ৭৩ রানে জিতেছে ভারত। এই জয়েই র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে তাদের। টেস্টেও তারা এক নাম্বারে আছে।
যদিও ভারত সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে গিয়েছিল। তবে এই শীর্ষস্থান ধরে রাখতে ছয় ওয়ানডের মধ্যে চারটি জিততে হতো বিরাট কোহলির দলের। সেটা তারা জিতেছে এক ওয়ানডে হাতে রেখেই। যদি ভারত সিরিজের শেষ ওয়ানডেতেও জেতে, তবে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শেষ করবে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১১৭। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে তাদের এ সিরিজে কমপক্ষে টাই কিংবা জয় দরকার ছিল।
ভারতের এ জয়ে কিছুটা সুবিধা হয়েছে ইংল্যান্ডের। যদি নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি তারা ৫-০ ব্যবধানে জেতে, তবে দক্ষিণ আফ্রিকাকে টপকে দুই নাম্বারে ওঠে যাবে ইয়ন মরগানের দল।
এদিকে, জিম্বাবুয়েকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ১০ নাম্বারে ওঠে গেছে আফগানিস্তান। তবে এ স্থান ধরে রাখতে হলে সিরিজটা জিততে হবে তাদের।
এমএমআর/জেআইএম