ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার পথে এক পা দিয়ে রাখলো নিউজিল্যান্ড। টানা তিন জয়ে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার, তিন হারে কোনঠাসা ইংল্যান্ড। আজ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ১২ রানে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়েছে তারা।

টসে হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রানের পাহাড় দাঁড় করায় নিউজিল্যান্ড। ৪৬ বলে ৭২ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪০ বলে ৬৫ রানের ঝড় তুলেন ওপেনার মার্টিন গ্যাপটিল। এছাড়া শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১৩ বলে ২০ আর শেইফার্ট ৬ বলে ১৪ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

জবাব দিতে নেমে প্রায় শেষ পর্যন্ত ম্যাচে ছিল ইংল্যান্ড। ওভার প্রতি ১০-এর মতো গড়ে রান তুলেছে তারা। কিন্তু উইকেট হারিয়েই বিপদে পড়েছে জস বাটলারের দল। একটা সময় ১৬.৩ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান ছিল তাদের।

শেষ ২১ বলে দরকার ছিল ৩৯ রান। হাতে ৫ উইকেট। কিন্তু ডেভিড মালান আউট হয়ে যাওয়ার পরই খেই হারিয়ে ফেলে ইংলিশরা। ৯ উইকেটে ১৮৪ রানে থামে তারা। মালান ৪০ বলে ৫৯ রান করেন। ২৪ বলে ৪৭ করেন ওপেনার অ্যালেক্স হেলস।

এমএমআর/পিআর

আরও পড়ুন