ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাজনৈতিক পরিস্থিতি কোহলির সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরাবে না : আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কটা সাপে-নেউলে। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ বলতে গেলে বন্ধই করে দিয়েছে ভারত। তবে পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হবে না, সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি

সম্প্রতি সুইজারল্যান্ডের সেন্ট মরিৎজে আইস ক্রিকেট টুর্নামেন্ট খেলার ফাঁকে বন্ধু কোহলি সম্পর্কে এমনটাই জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, 'বিরাটের সঙ্গে আমার সম্পর্ক রাজনৈতিক পরিস্থিতি দিয়ে নির্ধারিত হবে না। বিরাট মানুষ হিসেবে দারুণ এবং তার দেশের ক্রিকেটের প্রতিনিধি, ঠিক আমি যেমন আমার দেশের।'

কোহলির আন্তরিকতার একটি উদাহরণ টেনে আফ্রিদি বলেন, 'সে সবসময় আমাকে সম্মান দেখায়। এমনকি আমার ফাউন্ডেশনের (আফ্রিদি ফাউন্ডেশন) জন্য সে একটি সই করা জার্সিও উপহার দিয়েছে।'

আফ্রিদির ফাউন্ডেশন সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য পরিষ্কার ও নিরাপদ পানীয় জল সরবরাহের কাজ করে। কোহলির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'বিরাটের সঙ্গে যখন আমার কথা হয়, তখন দুই তরফেই উষ্ণতা এবং সহানুভূতি থাকে। এমনটা নয় যে আমরা সবসময় কথা বলার সুযোগ পাই। কিন্তু সময়মতো এক অপরকে বার্তা দিয়ে থাকি। ও বিয়ে করেছে জানার পর আমি ওকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলাম।'

কোহলির সঙ্গে তার যে সম্পর্ক, সেটা একটা দৃষ্টান্ত হতে পারে; মনে করেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক এ নিয়ে বলেছেন, 'আলাদা আলাদা জায়গা থেকে দুই দেশের মধ্যে কিভাবে সম্পর্ক রাখা যায়, সেটার একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি আমরা। আমার মনে হয়, পাকিস্তানের পর দুইটি দেশে আমি সবচেয়ে বেশি ভালোবাসা ও সম্মান পেয়েছি-ভারত আর অস্ট্রেলিয়া।'

শুধু কোহলির আন্তরিকতার নয়, অধিনায়ক কোহলিকেও প্রশংসায় ভাসিয়েছেন আফ্রিদি। এমনকি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকেও কোহলিকে নেতৃত্বগুণে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার।

এমএমআর/আইআই

আরও পড়ুন