ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিব নিজেই বললেন : খেলতে পারবো না

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

ছোট্ট একটি ইনজুরি। যার প্রভাবটা পড়লো অনেক বড়। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আচমকা চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। পরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের পাশে সেলাই দিতে হয়েছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি। আশা ছিল, টি-টোয়েন্টিতে ফিরে আসবেন; কিন্তু সাকিব আল হাসান নিজেই জানিয়ে দিলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবো না।’

টি-টোয়েন্টি সিরিজে সাকিবের ফেরা, না ফেরা নিয়ে সংশয় রয়েছে দলের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তারা যখন সঠিকভাবে কিছু বলতে পারছেন না এবং প্রধান নির্বাচক সাকিব আল হাসানকে রেখেই টি-টোয়েন্টির দল ঘোষণা করেন, তখন সাকিব নিজেই জানালেন তার খেলতে না পারার কথা।

দুর্নীতি দমক কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেই সাকিব নিজের টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারার কথা জানান। সেখানে সাকিব অনেক কথাই বলেছেন। তবে সব কথার ভিড়ে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমার আঙ্গুলের যে সেলাই পড়েছে, সেই সেলাই কাটা এবং সুস্থ হয়ে পুরোপুরি খেলার উপযোগি হতে আরও দুই সপ্তাহ সময় লেগে যাবে।’

অথ্যাৎ, ২৪ তারিখ নাগাদ সাকিব সুস্থ হতে পারবেন বলে জানিয়েছেন। এর অর্থ ১৫ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না সাকিব। তবে তিনি জানিয়েছেন, আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার-জাতি টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন।

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন