কোহলিকে বিশ্বসেরা মানেন মিয়াঁদাদ
বিরাট কোহলির ব্যাটটা যেন রান মেশিন। কন্ডিশন, প্রতিপক্ষ-কোনো কিছুই বাধা নয় ভারতীয় অধিনায়কের জন্য। একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছেন, দলকে জিতিয়েও যাচ্ছেন। চিরপ্রতিদ্বন্দ্বি দল পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার হয়েও তাই এমন একজন ব্যাটসম্যানের প্রশংসা না করে পারছেন না জাভেদ মিয়াঁদাদ।
মিয়াঁদাদের আক্ষেপ, কোহলির মানের একজন ক্রিকেটার তৈরি করতে পারছে না পাকিস্তান। যুব দলের প্রতি নজর নেই ক্রিকেট বোর্ডের, এমন অভিযোগও তার।
ক'দিন আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বিশ্ব ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল পাকিস্তান আর ভারত, যে ম্যাচে পাকিস্তানকে ২০৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় ভারতের যুবারা। পরে তারা টুর্নামেন্টের ট্রফিও জেতে।
মিয়াঁদাদ মনে করছেন, যুব দলের এমন পারফরম্যান্সই বুঝিয়ে দিচ্ছে পাকিস্তান আর ভারতের ক্রিকেট এখন দাঁড়িয়ে দুই মেরুতে। তিনি বলেন, 'হার-জিত খেলারই অংশ। কিন্তু যখন আমি সেমিফাইনালটা দেখলাম, দেখলাম দুই দলের মধ্যে পার্থক্যটা। গেম সেন্স, পেশাদারিত্ব এবং সিস্টেমের মধ্যে বিরাট পার্থক্য।'
একটা সময় অনেক নামজাদা ব্যাটসম্যান পাকিস্তান দলে খেললেও এখন কোহলির মতো বিশ্বমানের একজন খেলোয়াড় দলটি তৈরি করতে পারছে না তারা। এটাকে বড় সমস্যা হিসেবে দেখছেন মিয়াঁদাদ, 'আমাদের প্রধান সমস্যা বিরাট কোহলি (তার মতো খেলোয়াড় নেই)। সন্দেহ নেই, সে এই মুহূর্তে সেরা। যে কোনো জায়গায় রান করার মতো টেকনিক এবং টেম্পারমেন্ট আছে তার। আমরা অনেক কারণেই তার মতো খেলোয়াড় তৈরি করতে পারছি না।'
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপেশাদার চিন্তা-ভাবনাই এমন শূন্যতার বড় কারণ, মনে করছেন মিয়াঁদাদ। তিনি বলেন, 'মনে হচ্ছে না, তারা অনূর্ধ্ব-১৯ কিংবা ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বোঝে। তাদের আসল ফোকাস পিএসলে। কিন্তু পিএসএলকে ভালো করতে হলেও কিন্তু আমাদের ক্রিকেট সিস্টেমকে রক্ষা করতে হবে।'
এমএমআর/এমএস