ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুমিনুলকে থামাতে আলাদা পরিকল্পনা শ্রীলঙ্কার

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি। টেস্টে এমন ঘটনা বিরল না হলেও খুব সহজ ব্যাপারও নয়। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি দেখিয়েছেন মুমিনুল হক। শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমালও মনে করছেন, মুমিনুলের এমন কীর্তি আসলেই 'স্পেশাল'। তবে এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য ঢাকা টেস্টে আলাদা পরিকল্পনা নিয়ে নামবে তার দল।

ক্যারিয়ারের শুরু থেকেই টেস্টে বাংলাদেশের ভরসার প্রতিমূর্তি হয়ে আছেন মুমিনুল। একটা সময় ডন ব্র্যাডমানের পর টেস্টের তারই গড় ছিল সবচেয়ে বেশি। মধ্যে কয়েক দিন ছন্দ হারিয়ে ফেলেছিলেন। চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকার সময় তো দল থেকে বাদও পড়েছিলেন।

এই হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষেই দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছেন মুমিনুল হক। বাঁহাতি এ লিটল জিনিয়াসকে নিয়ে চান্দিমাল বলেন, 'চট্টগ্রামে সে দুর্দান্ত খেলেছে। টেস্ট ক্রিকেটে সে খুবই ভালো। তার টেম্পারমেন্ট দারুণ। দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করা মোটেই সহজ কাজ নয়। এটা সবসময়ই স্পেশাল।'

মুমিনুলকে থামাতে ঢাকা টেস্টে তাদের আলাদা পরিকল্পনা থাকবে, জানিয়েছেন লঙ্কান দলপতি। এখন দলের বোলারদের দিকে তাকিয়ে তিনি, 'তার বিরুদ্ধে এ ম্যাচে আমাদের আলাদা পরিকল্পনা থাকবে। আশা করছি, বোলাররা সেটা কাজে লাগাতে পারবে।'

এমএমআর/আইআই

আরও পড়ুন