এবার সাসেক্সে রশিদ খান
'ছোট দলের বড় তারকা' তকমাটা রশিদ খানের গায়ে শক্ত করেই লেগে গেছে। ক'দিন আগে আইপিএলের নিলামে আফগানিস্তানের এই লেগস্পিনারকে নিয়ে যে কাড়াকাড়িটা হলো, তাতে কারও বুঝতে বাকি নেই বিশ্ব ক্রিকেটে বড় তারকা হয়ে উঠেছেন তিনি। এবার অনেক ক্রিকেটারের স্বপ্নের মঞ্চ ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে চুক্তি করলেন এই তারকা।
২০১৮ সালের টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের জন্য রশিদের সঙ্গে চুক্তি করেছে সাসেক্স। ১৯ বছর বয়সী লেগস্পিনার ইংলিশ কাউন্টিতে এই টুর্নামেন্টের প্রথম অংশটায় খেলবেন।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন রশিদ খান। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে অভিষেক হয়েছে। ছোট্ট ক্যারিয়ারে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আর সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও।
বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে শিরোপা জেতানোয় বড় ভূমিকা রেখেছেন রশিদ। ১১ ম্যাচে ১৮ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ উইকেটশিকারি হন তিনি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ জেসন গিলেস্পিই সাসেক্সের দায়িত্বে। তিনিই মূলত রশিদকে দলে ভেড়ানোর পরামর্শ দিয়েছেন ক্লাবকে।
এমএমআর/আইআই