ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকায় পা রেখেছেন সালমান বাট

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ওপেনার সালমান বাট। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলার কথা রয়েছে তার।

মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ আগেই জাগো নিউজকে জানিয়েছিল, আজ ঢাকায় আসবেন বাট। সেই কথামতোই দুপুরের ফ্লাইটে বাংলাদেশে পা রেখেছেন তিনি, উঠেছেন উত্তরা ক্লাবে। আগামীকাল দলের সঙ্গে অনুশীলন করার কথা রয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। বুধবার ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

প্রসঙ্গতঃ লর্ডস টেস্টের স্পট ফিক্সিংয়ে শুরুতে ১০ বছর নিষিদ্ধ হয়েছিলেন সালমান বাট, পরে সেটা কমে হয় পাঁচ বছর। এ তো ছিল মাঠের শাস্তি, বাইরেরটা ছিল আরও ভয়ঙ্কর! ক্রিকেটের গায়ে কলঙ্কের কালি লাগানোয় পাকিস্তানের সাবেক এই অধিনায়কের জেল হয় ৩০ মাসের। ব্রিটেনে জেল খাটা শেষে মুক্তি পান ২০১২ সালের ২১ জুন।

নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ফেরেন ২০১৫ সালে। এরপর থেকেই জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। নিজেকে ঝালিয়ে নিতেই এবার ঢাকার ক্লাব ক্রিকেটে মোহামেডানের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানি এই তারকা।

এআরবি/এমএমআর/আরআইপি

আরও পড়ুন