ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জিম্বাবুয়ে দলে ফিরলেন ভিটোরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

ক'দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা কেটেছে। এবার জিম্বাবুয়ের সীমিত ওভারের দলে ডাকও পেয়ে গেলেন পেসার ব্রায়ান ভিটোরি। বাঁহাতি এই পেসার জায়গা পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে।

দুই বছরের ব্যবধানে দুইবার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণ হওয়ায় ২০১৬ সালের ডিসেম্বরে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ভিটোরি। গত ডিসেম্বরে তার নিষেধাজ্ঞার মেয়াদ ফুরিয়েছে। মাঠে ফেরার পর সামর্থ্যের প্রমাণও দিয়েছে এই পেসার। গত সপ্তাহে কেনিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে 'এ' দলের হয়ে তিন উইকেট নেন তিনি।

ভিটোরি ছাড়াও জিম্বাবুয়ে দলে আবার ডাক পেয়েছেন ব্যাটসম্যান রায়ান বার্ল। ২০১৭ সালের জুলাইয়ে সর্বশেষ সীমিত ওভারের ম্যাচ খেলেছেন তিনি। তবে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের দলে থাকা ক্রিস্টোফার এমপুফু, রায়ান মারে আর ব্রেন্ডন মাভুতা বাদ পড়েছেন।

জিম্বাবুয়ে দল
হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়েলার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্রায়ান ভিটোরি, টেন্ডাই চিসুরু, ব্লেসিং মুজারবানি, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

এমএমআর/এমএস

আরও পড়ুন