ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না ডু প্লেসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮

ছয় ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের কাছে হেরে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। হারের এ ম্যাচে আঙুলে চোট পান ডু প্লেসি। এ কারণে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গেছেন প্রোটিয়া অধিনায়ক। শুধু ওয়ানডে নয় টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা হচ্ছে না তার।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ডু প্লেসিকে তিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত বিশ্রাম নিতে হবে। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টেও খেলা হবে না এই অধিনায়কের। ডু প্লেসির ইনজুরিতে কপাল খুলেছে বেহারডিনের। পরবর্তী ওয়ানডের জন্য তাকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

এদিকে ভারতের বিপক্ষে আঙুলের চোটে প্রথম তিন ওয়ানডেতে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ব্যাটিং স্তম্ভ এবি ডি ভিলিয়ার্সের। তবে ভিলিয়ার্স ছিটকে গেলেও তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে বেছে নেয়নি প্রোটিয়া টিম ম্যানেজম্যান্ট। ফলে ১৫ জনের স্কোয়াড এখন ১৪ সদস্যে পরিণত হয়েছে।

এমআর/এমএস

আরও পড়ুন