টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া
চতুর্থ শিরোপা জয়ের মিশন নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও ভারত। এ ম্যাচে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ান যুবাদের সংগ্রহ ৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান।
আসরের শুরুতেই গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারত। এরপর অবশ্য আর কোন ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। উলটো সেমিফাইনালে আসরের চমক আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সেমির টিকিট কাটে তারা। তাই এ ম্যাচটি অনেকটা প্রতিশোধেও অসিদের জন্য।
ভারতের অবস্থাও বেশ ভালো। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থেকেই ফাইনালে এসেছে পৃথিবী শা’র দল। আর সেমিতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২০৩ রানে হারায় ভারত। দারুণ ছন্দে আছেন সুবমান গিল ও নাগারকোটি। ফলে চতুর্থ শিরোপা জেতার আশা করতেই পারে দলটি।
উল্লেখ্য, এর আগে ৩ বার করে যুব-বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এ দু'দল।
এমআর/এমএস