আমিরাতে ক্রিকেট দুর্নীতির শক্ত প্রমাণ পেয়েছে আইসিসি
সংযুক্ত আরব আমিরাতে একটি ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নির্লজ্জ ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর ক্রিকেট বিশ্ব জুড়ে তোলপাড় হচ্ছে। মাঝপথে টুর্নামেন্টটিই বন্ধ করে দেয়া হয়েছে। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, এই টুর্নামেন্টে দুর্নীতির শক্ত প্রমাণ পেয়েছেন তারাও।
আইসিসি এই টুর্নামেন্টে দুর্নীতির প্রমাণ পেয়েছে এবং আরও তদন্ত চলছে। তবে শাস্তির ব্যাপারটি সম্ভবত ছেড়ে দেয়া হবে দুর্নীতিতে জড়িত খেলোয়াড়দের স্ব-স্ব বোর্ডের উপর। বিশেষ করে টুর্নামেন্টে সালমান বাট, মোহাম্মদ আসিফের মতো খেলোয়াড়দের কারও কারও মাঠে নামা এবং কারও অংশগ্রহণের কথা থাকায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) বিষয়টাতে নজর দিতে হবে।
'আজমান অল স্টার ইভেন্ট' নামে এই টুর্নামেন্টটির আইসিসির অনুমোদন ছিল না। অনুমোদন ছিল না এমিরেটস ক্রিকেট বোর্ডেরও (ইসিবি)। তাই এন্টি করাপশন কোডের অধীনে কোনো শাস্তির ব্যবস্থা করা সম্ভব নয় বলেই জানিয়েছে আইসিসি। তবে সংস্থাটির গর্ভনিং বডি পুরো বিষয়টা তদন্ত করবে এবং ইভেন্টের আয়োজকদের সনাক্ত করার চেষ্টা করবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।
এমএমআর/জেআইএম