পাপনের পাশে বসে খেলা দেখলেন সাকিব
মুশফিকুর রহিম জমানার পর টেস্ট নেতৃত্ব পেয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তারই কথা ছিল দলকে নেতৃত্ব দেয়ার। কিন্তু দুর্ভাগ্য। আঙুলের চোটে সিরিজের প্রথম টেস্টটিই খেলা হলো না এ অলরাউন্ডারের। তবে মাঠে নামতে না পারলেও সতীর্থদের উৎসাহ দিতে ঠিকই হাজির হয়েছিলেন তিনি। খেলা দেখেছেন প্রেসিডেন্ট বক্সে বসে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলতি টেস্টের প্রথম দিন খেলা দেখতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তার পাশের সিটে বসেই খেলা উপভোগ করেছেন সাকিব। মুশফিক-মুমিনুলদের দুরন্ত পারফম্যান্স দেখে ক্ষণে ক্ষণে হাততালিও দিয়েছেন।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। চিড় না ধরলেও আঙুলের গোড়ার দিকটা মচকে গেছে তার। কেটেও গেছে খানিকটা, যাতে সেলাই দিতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এক সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে এ অলরাউন্ডারকে।
তবে মাঠের বাইরে থাকলেও মনটা তো মাঠেই পড়ে রয়! খেলা দেখতে তাই আজ সকালের ফ্লাইটেই চট্টগ্রাম এসে পড়েন সাকিব।
এমএমআর/এমএস