ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২ উইকেটেই ৩০০ পার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের জ্বালা জুড়াতেই বোধ হয় টেস্টটা একেবারে ওয়ানডে স্টাইলে খেলা শুরু করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার বোলারদের পাত্তাই দিচ্ছেন না তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ ওভারে ২ উইকেটে ৩০২ রান তুলে ফেলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভালো অবস্থানে বাংলাদেশ। তামিম ইকবাল আর ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে তুলেছেন ৭২ রান। দিলরুয়ান পেরেরার দুর্দান্ত এক ডেলিভারিতে তামিম বোল্ড হয়েছেন ৫২ করে।

এরপর ৪০ রানে ভুল এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন ইমরুল কায়েস। লক্ষ্ণ সান্দিকানের বলে আম্পায়ার আঙুল তুলে দিলে রিভিউ নেয়ার সাহস করেনি বাংলাদেশ। অথচ টিভি রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্পের অনেক উপর দিয়ে চলে যাচ্ছিল।

ইমরুল ফেরার পর বড় জুটি গড়েছেন মুমিনুল হক আর মুশফিকুর রহীম। এই যুগল এখনও অবিচ্ছিন্ন আছেন ১৮৩ রানে। মুমিনুল ১৩৬ আর মুশফিক ৭০ রান নিয়ে ব্যাট করছেন।

এমএমআর/পিআর

আরও পড়ুন