ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও তিন ফরমেটের শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

টেস্ট ও টি-টোয়েন্টিতে আগে থেকেই শীর্ষে ছিলেন সাকিব। মাঝে ওয়ানডেতে শীর্ষস্থান হারালেও আবারও পুনরুদ্ধার করেছেন। ফলে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটেই এখন এক নম্বর অলরাউন্ডার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। তবে ওই সিরিজের পারফরমেন্সই সাকিবকে ওয়ানডেতে আবারও শীর্ষে তুলেছে। সিরিজে দুই ফিফটিতে ৪০.৭৫ গড়ে ১৬৩ রান করেছেন সাকিব, ১৭.১১ গড়ে নিয়েছেন ৯ উইকেট। বর্তমানে ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে এখন এক নম্বরে সাকিব আর ৩৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে হাফিজ।

এদিকে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে ফিরলেও বোলিংয়ে আগের অবস্থানেই আছে বাঁহাতি এই স্পিনার। বর্তমানে তার অবস্থান বিশে। তবে ১২ ধাপ এগিয়ে মোস্তাফিজুর রহমান উঠেছেন ১৯ নম্বরে। ৮ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে রুবেল হোসেন। দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে মাশরাফি মর্তুজা। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির উঠে এসেছেন একে। শীর্ষে থাকা হাসান আলী নেমে গেছেন পাঁচে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাকিব এগিয়েছেন তিন ধাপ। উঠেছেন ৩০ নম্বরে। ১৬ নম্বর জায়গা ধরে রেখে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে বিরাট কোহলি। ৪ পয়েন্ট কমে তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন ডি ভিলিয়ার্স।

ওয়ানডের দলীয় র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন আসেনি। ভারতের বিপক্ষে বিশ্বের এক নম্বর দল হিসেবেই শুরু করবে দক্ষিণ আফ্রিকা। পরিবর্তন নেই টেস্ট র‍্যাঙ্কিংয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারলেও শেষ টেস্টটা জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত।

এমআর/আরআইপি

আরও পড়ুন