এই নাঈমকে তো হাথুরু ভালোমতোই চেনেন!
বাংলাদেশের পাঠ চুকিয়ে চন্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার কোচ। এখন তাই তাকে নিয়ে খুব বেশি আলোচনা করা বাতুলতা। তবে না চাইলেও বারবার তার নামটি চলেই আসছে। অনেকটা দিন ছিলেন এই দলটির সঙ্গে, তার শ্রীলঙ্কার বিপক্ষে এখন যা পরিকল্পনাই হোক, হাথুরুর জন্য কিছুই বোধ হয় চমক হবে না।
যেমন চমক হবে না নাঈম হাসান সিরিজের প্রথম টেস্টটা খেলে ফেললে। ১৭ বছর বয়সী এই পেসার প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন। লঙ্কান দলে বাঁহাতিদের অাধিক্যের কথা চিন্তা করে অভিষেক হয়ে যেতে পারে তার।
সেটা হলেও হাথুরুর জন্য চমক হবে না। কেননা গত অস্ট্রেলিয়ার সিরিজের আগে হাথুরুর ক্যাম্পে ছিলেন এই নাঈম। বাংলাদেশের তখনকার কোচ প্রতিদিন এই অফস্পিনারকে বোলিংয়ের উন্নতি করার পরামর্শও দিতেন।
হাথুরু কি বলতেন তখন? নাঈম জানালেন, 'তখন উনি (হাথুরু) বলেছিলেন, এখন যা আছে সবই ঠিক আছে। চেষ্টা করবে নিজেকে প্রতিদিন একটু হলেও উন্নতি করার। আজকে একটু করবে, কালকে একটু করবে। স্পেসিফিক কিছু বলেননি।'
এবার যদি হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয়, নিশ্চয়ই দেখিয়ে দেয়ার একটা তাড়নাও কাজ করবে নাঈমের মনে। তিনি কি পারবেন? এই অফস্পিনারের উত্তর, 'ইনশাল্লাহ। টেস্টে সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব।'
অস্ট্রেলিয়া সিরিজের আগে ক্যাম্পে সিনিয়রদের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। এবার সতীর্থ হিসেবে অনুশীলন করছেন। দুই সময়ের তুলনা করতে গিয়ে নাঈম বলেন, 'তখন একরকম ছিল, এখন ফিলিংসটা অন্যরকম। সবাই অনেক হেল্পফুল। তখনও সবাই হেল্পফুল ছিল, এখন সবাই অভিনন্দন জানিয়েছে। তখন তো শুধু দলের সঙ্গে ছিলাম।'
এমএমআর/আইআই