ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলের নিলামেই উঠলো না তামিমের নাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

আইপিএলের ১১তম আসরকে সামনে রেখে ভারতের বেঙ্গালুরুতে চলছে নিলাম। আগের দিন দুই টাইগার তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দল পাওয়ায় দ্বিতীয় দিন সবার নজর ছিল তামিমের দিকে। কখন ডাকা হবে এ ওপেনারের নাম। কোন দলে নাম লেখাবেন এ ওপেনার? তবে বিস্ময়ের বিষয় হলো নিলাম তালিকার ১৯৩ নম্বরে তামিম ইকবালের নাম থাকলেও তাকে ডাকাই হয়নি।

আগের দিন রাজস্থান রয়্যালকে হারিয়ে ২ কোটি ভারতীয় রুপি দিয়ে সাকিবকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আর সাকিবের চেয়েও ২০ লাখ রুপি বেশি পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নাম লেখিয়েছেন মোস্তাফিজুর রহমান

এবারের আইপিএলের নিলামে ১১২২ জন ক্রিকেটার আগ্রহ প্রকাশ করলেও সেখান থেকে কমিয়ে ৫৭৮ জনের নাম ঠিক করা হয় নিলামের জন্য। এদের মধ্যে ৩৬০ জনই ভারতীয়। বাকি ২১৮ জন বিদেশি, যার মাত্র ৬ জন বাংলাদেশি। এক দলে থাকতে পারবে সর্বোচ্চ ২৫ জন করে।

আইপিএলে খেলার আগ্রহ দেখিয়েছিলেন ৮ জন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। তবে চূড়ান্ত তালিকাতে নাম ছিল না মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাসের। এদিকে সাকিব ও মোস্তাফিজ ব্যতীত অন্য কারো নাম এখনো নিলামে ওঠেনি।

এমআর/পিআর

আরও পড়ুন