শ্রীলঙ্কার সামনে শেষ সুযোগ
বাংলাদেশ তো এমনিতেই চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টে রয়েছে দুর্দান্ত ফর্মে। এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ১৬৩ রানের বিশাল ব্যবধানে। ফিরতি পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ২১৭ রানের চ্যালেঞ্জ দিয়ে ম্যাচ জিতে নিয়েছে ৯১ রানের বিশাল ব্যবধানে।
রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে আজ দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলায় বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানরা বাংলাদেশকে হারাতে পারলেই কেবল ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে থাকবে। তাও সেটা রান রেটের ভিত্তিতে যদি তারা এগিয়ে থাকে, তাহলে। এখনও পর্যন্ত রান রেটের ব্যবধানে এগিয়ে থাকল লঙ্কানরাই।
শেষ ম্যাচে যদি লঙ্কানরা আবারও হেরে যায় বাংলাদেশের কাছে তাহলে ফাইনাল খেলার সম্ভাবনা জিম্বাবুয়েরই বেশি। কারণ, আজ লঙ্কানরা হেরে গেলে তাদের রানরেট যাবে আরও কমে। সে ক্ষেত্রে জিম্বাবুয়েই এগিয়ে যাবে। সুতরাং বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আজ জয়ছাড়া কোনো বিকল্পই খোলা নেই।
রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে বলা যায় কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে চন্ডিকা হাথুরুসিংহের দল। সে আত্মবিশ্বাসকেই আজ বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে চাইবে তারা। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ দলে না থাকলেও দিনেশ চান্দিমালের অধীনে ভালো করার ইঙ্গিতই দিয়েছে লঙ্কানরা।
যদি লঙ্কান অধিনায়ক চান্দিমাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে ফাইনাল হিসেবে নিতে নারাজ। তিনি মনে করেন, এই ম্যাচটি তাদের কাছে অন্য আর আট-দশটি ম্যাচের মতই। ভালো খেলতে চান এবং ভালো খেলেই জিততে চান। তবে, তাদের চলার পথটা কঠিন হয়ে গেছে প্রথম দুই ম্যাচ হেরেই। চান্দিমাল বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হেরে গেলে কোনোভাবেই ফিরে আসা সম্ভব না। তবে কখনও কখনও এটা আপনাকে আত্মবিশ্বাস জুগিয়ে যাবে এবং ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাবে। আমরা শেষেরটাই নিতে চাই। দল হিসেবে আমরাও চাই ঘুরে দাঁড়াতে।’
বাংলাদেশ তো দুর্দান্ত খেলছে। তামিম-সাকিব রয়েছেন দারুণ ফর্মে। বোলাররাও ভালো করছেন। সেটা ভালোই জানা চান্দিমালের। তিনি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমাদের সবই জানা আছে। নিজেদের মাটিতে সব সময়ই তারা দুর্দান্ত একটি দল এবং খুব ভালো খেলে। এই সিরিজেই অসাধারণ কিছু ক্রিকেট খেলেছে তারা। এর কৃতিত্ব তাদের প্রাপ্য।’
বাংলাদেশের বিপক্ষে দলীয় কম্বিনেশন কী হবে সেটা এখনও সিদ্ধান্ত নেয়নি শ্রীলঙ্কা। চান্দিমাল তেমনটাই জানিয়েছেন। একাদশ ঠিক করবেন তারা ম্যাচের দিন সকালে উইকেট দেখার পরই। তবে, দলের খেলোয়াড়দের একের পর এক ইনজুরিতে পড়া নিয়ে বেশ চিন্তিত চান্দিমাল। তিনি বলেন, ‘গত এক দেড় বছরে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, খেলোয়াড়দের একের পর এক ইনজুরিতে পড়া। একবার একজন যদি ইনজুরিতে পড়ে যায়, তাহলে আপনি কখনোই সঠিক কম্বিনেশন বের করে আনতে পারবেন না।’
আইএইচএস/এমএস