ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জোহানেসবার্গে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

টানা দুই টেস্ট হারের পর জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বিরাট কোহলির ভারত।

ঘাসের পিচে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলতে নেমেছে ভারত। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বদলে দলে এসেছেন পেসার ভুবনেশ্বর কুমার। আর ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ঢুকেছেন রোহিত শর্মার জায়গায়।

টসে জিতে ব্যাটিং বেছে নেয়ার কারণ হিসেবে কোহলি বলেন, 'পিচ ঘাসে ঢাকা, তবে উপরিভাগ শক্ত। আমরা বোর্ডে রান রাখতে চাই। এখানে আমরা সর্বশেষ খুব ভালো খেলেছি। ঘরের কন্ডিশনে খুব শক্তিশালী একটি দলের বিপক্ষে এগিয়ে ছিলাম আমরা। এবার আমরা প্রথম দুই টেস্টের ভুল শুধরানোর দিকে তাকিয়ে আছি।'

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের অবশ্য টসে হার নিয়ে কোনো আক্ষেপ নেই। জিতলেও নাকি বোলিংই নিতেন তিনি, 'আমরা প্রথমে বোলিং নেয়ার কথাই ভাবছিলাম। চেষ্টা করছিলাম, তাদের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেয়া নিয়ে ভাবতে। পিচ শক্ত বলেই আমরা বোলিং নিতাম। ভারত শক্তিশালী দল, তবে আমরা ৩-০তে শেষ করতে চাই।'

দক্ষিণ আফ্রিকা দলে কেবল একটাই পরিবর্তন। স্পিনার কেশভ মহারাজের বদলে দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার আন্দেলো ফেহলুখায়ো।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন