ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৬ হাজার রানের সামনে দাঁড়িয়ে তামিম

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

ব্যাটিংয়ে বাংলাদেশের ক্রিকেট অনেক মাইলফলক ছুঁয়েছে তার হাত ধরে। টাইগার দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল এবার আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে, যেটা ছুঁতে হলে আর মাত্র ৬৬ রান করতে হবে এই ওপেনারকে।

কি সেই মাইলফলক? ওয়ানডে ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে নাম লেখানো। যেভাবে ব্যাটে রানের ফোয়ারা ছুটছে, তাতে জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকালের ম্যাচেই নতুন এই মাইলফলকে পা রাখতে পারেন তামিম। আগের দুই ম্যাচে ৮৪ রান করে দুটি ইনিংস খেলা এই ওপেনারের জন্য ৬৬ আর কত বড়?

আগের ম্যাচেই সব ফরমেট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এবার ওয়ানডেতে ৬ হাজারের অপেক্ষা। কোনটিকে এগিয়ে রাখছেন তামিম? টাইগার ওপেনারের উত্তর, ' আমি দুটোকেই হাইলাইট করি। কোনটাকেই আমি ছোট করি না। দশ হাজার রান যদি এক ফরম্যাটে করি, সেটা ভিন্ন কিছু হবে।'

ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৭৬টি ম্যাচ খেলেছেন তামিম। ৩৫.১১ গড়ে এই ফরমেটে তার নামের পাশে ৫৯৩৪ রান। গড় ৩৫.১১। এই ফরমেটে ৯টি সেঞ্চুরির সঙ্গে ৪০টি হাফসেঞ্চুরি আছে মারকুটে এই ওপেনারের।

এমএমআর/আইআই

আরও পড়ুন