ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মিরপুরের উইকেট নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

মিরপুর শেরে বাংলার উইকেটের চরিত্র বোঝা দায়। কোনো উইকেটে সাড়ে তিনশোও কম হয়ে যায়, কোনোটিতে দেড়শো রানও অনেক। বাংলাদেশের বিপক্ষে আগামীকালের ম্যাচে কত রান নিরাপদ হবে, সেটা নিয়ে তাই দ্বিধায় ভুগছে জিম্বাবুয়ে।

দলের প্রতিনিধি হয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসা পিটার মুর জানালেন, মিরপুরে এখন পর্যন্ত খেলা তিনটি উইকেট তিন রকম আচরণ করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ২৯০ রানের বড় পুঁজি পেয়েছিল, একই প্রতিপক্ষের বিপক্ষে পরের ম্যাচে ১৯৮ করেও দারুণ লড়েছে তারা।

উইকেটের আচরণ নিয়ে মুর বলেন, 'আমার মনে হয় এটা বড় একটা ফ্যাক্টর। আমরা যে তিনটি উইকেটে খেলেছি, তিনটি আলাদা আলাদা আচরণ করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে, সম্ভবত এটাই আমাদের সঙ্গে বেশি মানানসই। তবে ইতিবাচক ব্যাপার হলো, আমরা তিনটি উইকেটেই খেলেছি। আমরা জানি কি হতে পারে।'

বাংলাদেশ কেমন উইকেট দেয়, এখন সেটি দেখার অপেক্ষাতেই আছে জিম্বাবুয়ে। রান নিয়ে তাই আগেভাগেই কিছু বলতে চাইছে না তারা। মুর বলেন, 'কোনো দিন ২৮০ ভালো স্কোর, কোনো দিন ২৫০, কোনো দিন আবার ২০০। আমাদের তাই কাল উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। বাংলাদেশ যে পিচই দেবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে।'

এমএমআর/আইআই

আরও পড়ুন