ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সমর্থকদের মাঠে আসার আহ্বান তামিমের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ। এরই মধ্যে প্রথম দুই ম্যাচে বড় জয় দিয়ে ফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ম্যাচ দুটিতে দর্শকের উপস্থিতি ছিল প্রত্যাশা অনুযায়ী কম। নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল (মঙ্গলবার) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এ ম্যাচে আবারও সমর্থকদের উপস্থিতি বাড়বে এমনটাই প্রত্যাশা টাইগার ওপেনার তামিমের।

মিরপুরে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে দর্শকদের নিয়ে প্রশ্ন উঠতেই তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দর্শক কিছুটা কম ছিল। তবে দ্বিতীয় ম্যাচেই (শ্রীলঙ্কার বিপক্ষে) বেশ ভালোই দর্শক ছিল। আমার কাছে মনে হয় দেশের সবাই ক্রিকেট ভালোবাসে। তারাও মাঠে বসে খেলা দেখতে পছন্দ করে।’

শেষ কয়েক বছরে ঘরের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মত পরাশক্তির বিপক্ষে সহজেই জয় পাচ্ছে। আর এতেই সাধারণ দর্শকদের প্রত্যাশাও বেড়ে গেছে। এ নিয়ে তামিম আরও বলেন, ‘দেখেন ঘরের মাঠে আমাদের শেষ কয়েক বছরের পারফরমেন্স ছিল নজরকারা। আর এতেই আমাদের সাধারণ দর্শকদের প্রত্যাশাও বেড়ে গেছে। তারা মনে করেন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মত দলের বিপক্ষে আমরা সহজেই জয় পাবো। এরূপ চিন্তা-ভাবনা থেকেও মাঠে দর্শক কিছুটা কম আসছে।’

সাধারণত মাঠ ভর্তি দর্শকের সামনে খেলোয়াড়দের খেলার অভিজ্ঞতাই অন্যরকম। তামিম-সাকিবসহ বেশ কিছু টাইগার ক্রিকেটার প্রায় দশ বছর ধরে বাংলাদেশ দলে নিয়মিত খেলছেন। অনেক দর্শকদের মাঝে তাদের খেলার অভিজ্ঞতাও আছে। তবে নতুন যারা দলে আসছে তারা তুলনামূলক কম দর্শকের মাঝে খেলছেন। ফলে মাঠে বেশি দর্শকের চার তারা পরবর্তীতে নিতে পারবেন কি না, এ নিয়ে সংশয়েও রয়েছে তামিম।

তিনি বলেন, ‘আমরা যখন শ্রীলঙ্কার সঙ্গে অনেক দর্শকের মাঝে খেলেছি, ভালো খেলেছি। একজন খেলোয়াড় হিসেবে আমাদের কাছেও এটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো বা আমি দশ বছর খেলছি, সাকিব খেলছে, এরকম তিন-চারজন আছে। কিন্তু এরকম অনেক ছেলেরা খেলছে যাদের এই অভিজ্ঞতা নেই। তাই তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যখন মাঠে অনেক দর্শক থাকে ভালো কিভাবে খেলা যায়। তাই আমাদের সব সময় চাওয়া থেকে ঘরের মাঠে অনেক দর্শক থাকবে, সেটা যে কোন দলের বিপক্ষেই খেলা হোক না কেন। আশা করবো সামনের ম্যাচগুলোতে দর্শক বেশি হবে।’

এমআর/পিআর

আরও পড়ুন