বোলিং নিষেধাজ্ঞা কাটলো জিম্বাবুয়ে পেসার ভিটোরির
অবশেষে অপেক্ষার প্রহর ফুরোল। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন জিম্বাবুয়ের পেসার রায়ান ভিটোরি। বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় অংশ নেয়ার পর ত্রুটিমুক্ত প্রমাণ হওয়ায় এই বৈধতা পেয়েছেন তিনি।
২০১৬ সালের জানুয়ারিতে সন্দেহজনক অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন ভিটোরি। পরীক্ষা দেয়ার পর দেখা যায়, তার বেশিরভাগ ডেলিভারিতেই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি কনুই ভাঙছে, ফলে নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পান এই পেসার।
প্রায় দুই বছর আগে খুলনায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বোলিংয়ের পর ভিটোরির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। সে ম্যাচে চার ওভার বল করে ৪৫ রান দিয়েছিলেন এই পেসার। পরে চেন্নাইয়ে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত পরীক্ষাগারে পরীক্ষা দেন ভিটোরি। সেখানে তার অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে।
এরপর থেকে জিম্বাবুয়ের ঘরোয়া লিগে খেলেছেন ভিটোরি। অ্যাকশন শুধরেছেন এর মধ্যেই। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভিটোরির। ২৭ বছর বয়সী এই পেসার জিম্বাবুয়ের পক্ষে ৪টি টেস্ট, ২০টি ওয়ানডে আর ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এমএমআর/আইআই