শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলতে চায় জিম্বাবুয়ে
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। ফাইনাল খেলতে দুই ম্যাচের একটিতে জয় প্রয়োজন দলটির। আর আগামী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই ফাইনাল নিশ্চিত করতে চায় ক্রেমার বাহিনী। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন দলটির তারকা ব্যাটসম্যান ক্রেইগ আরভিন।
এরই মধ্যে টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে শ্রীলঙ্কাকে হারানো জিম্বাবুয়ে। ফাইনাল খেলা নিয়ে আরভিন বলেন, ‘ফাইনাল খেলতে শ্রীলঙ্কাকে বাকি দুটি ম্যাচই জিততে হবে। আর আমাদের প্রয়োজন একটি জয়। তাই লঙ্কানদের থেকে আমরা অনেকটা সুবিধাজনক অবস্থানে আছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আলাদা কোন পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে জিম্বাবুয়ের এই তারকা আরও বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করি। প্রতিটি ম্যাচই আলাদা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে আমাদের গেম প্লান যেমন ছিল আগামী ম্যাচেও তাই থাকবে। আমরা তাদের বিপক্ষে সিরিজ জিতেছিলাম, এখানে প্রথম ম্যাচও জিতেছি। আমরা ভালো একটি ম্যাচের প্রত্যাশায় আছি।’
আগামী ম্যাচে শ্রীলঙ্কাই বেশি চাপে থাকবে উল্লেখ করে আরভিন আরও জানান, ‘হারলেই শ্রীলঙ্কার সম্ভাবনা শেষ। তবে আমাদের আরও সুযোগ থাকবে। তাই এ ম্যাচে শ্রীলঙ্কাই চাপে থাকবে।’
ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্ম আছেন সিকান্দার রাজা। ব্যাট হাতে দুই ম্যাচেই রান পেয়েছেন। প্রথম ম্যাচে রান আউট হয়ে সাজঘরে ফেরত যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫২ রান। আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন অপরাজিত ৮১ রানের দুর্দান্ত ইনিংস। তার এমন ফর্মের জন্য বিপিএল খেলাকেই বড় করে দেখছেন আরভিন।
তিনি বলেন, ‘রাজা চলতি মৌসুমে চিটাগং ভাইকিন্সের হয়ে বিপিএলে দুর্দান্ত খেলেছেন। তাই এখানকার আবহাওয়া তার চেনা। সহজেই নিজেকে মানিয়ে নিয়েছেন। শুধু ব্যাট নয় বল ও ফিল্ডিংয়েও সেরা। সে আমাদের দলের অন্যতম সেরা এক খেলোয়াড়।’
এমআর/জেআইএম