ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজে বাদ ইমরুল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:২৯ এএম, ২০ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ছিল বাংলাদেশের। তবে পরের ম্যাচগুলোর জন্য এই সদস্যসংখ্যা কমে ১৫ জন হয়েছে। দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস। শুক্রবার শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, ইমরুল কায়েস থাকছেন না পরের ম্যাচগুলোতে। তার ফিটনেস লেভেল সন্তোষজনক না হওয়ায় ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দেয়া হয়েছে বাঁহাতি এই ওপেনারকে।

ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ফাইনালে খেললে সব মিলিয়ে আর তিনটি ম্যাচ আছে টাইগারদের। এদিকে ১৬ সদস্যের দলে থাকলেও অবশ্য প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা পাননি ইমরুল। তার বদলে তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছেন এনামুল হক বিজয়।

বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম।

এআরবি/এমআর/এমএস

আরও পড়ুন