ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিম-সাকিবের সামনে আরেক মাইলফলকের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ ক্রিকেটের বড় রেকর্ডগুলো তাদেরই দখলে। তামিম ইকবাল আর সাকিব আল হাসান দেশের হয়ে রেকর্ড গড়েছেন, ভেঙেছেন। এবার তাদের সামনে হাতছানি নতুন এক মাইলফলকের। কি সে মাইলফলক? ওয়ানডেতে এক মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়া।

ওয়ানডেতে এক মাঠে সবচেয়ে বেশি রান করার রেকর্ড শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান সনাথ জয়াসুরিয়ার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংসে ব্যাটিং করে ২৫১৪ রান করেছেন 'মাতারা হারিকেন'খ্যাত এই বাঁহাতি।

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিম ৭১ ম্যাচে এখন পর্যন্ত খেলেছেন ৭০ ইনিংস। রান করেছেন ২৩০৫। তার মানে, জয়সুরিয়ার রেকর্ড থেকে এখন মাত্র ২১০ রান পিছিয়ে আছেন বাংলাদেশী ওপেনার। আসন্ন ত্রিদেশীয় সিরিজেই লঙ্কান কিংবদন্তীকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তার সামনে।

মজার ব্যাপার হলো, এই মাইলফলক ছোঁয়ার রেকর্ডে তামিমের শক্ত প্রতিদ্বন্দ্বি ঘরেই- তামিমেরই সতীর্থ বন্ধু সাকিব আল হাসান। শেরেবাংলা স্টেডিয়ামে ৭৩ ম্যাচে ৭০ ইনিংসে ব্যাট করে সাকিব করেছেন ২২১৪ রান। জয়সুরিয়াকে পেছনে ফেলতে সাকিবের দরকার আর ৩০১ রান।

দেখা যাক, ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ের দুই স্তম্ভের মধ্যে কে এগিয়ে যান রেকর্ডের পথে।

এমএমআর/আইআই

আরও পড়ুন