ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবশেষে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

দুই দুইবার তারিখ পেছানোর পর অবশেষে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ বিকেল পাঁচটার পর গ্রায়েম ক্রেমারের নেতৃত্বে বাংলাদেশে পা রাখে দলটি।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের জন্যই ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে। সিরিজের আরেক দল শ্রীলঙ্কার আগামী ১৩ জানুয়ারি সকালে আসার কথা রয়েছে।

জিম্বাবুয়ে দলের বাংলাদেশে আসার কথা ছিল গত ১০ জানুয়ারি। প্রথমে জানা যায়, নির্ধারিত সময়ে নয়, ১১ জানুয়ারি আসবে গ্রায়েম ক্রেমারের দল। পরে জানা যায়, ১১ জানুয়ারিও নয়, আসবে তার পরের দিন। দুই দফা পেছানোর পর অবশেষে বাংলাদেশে পা রাখতে পারলো দলটি।

জানা গেছে, জিম্বাবুয়ের খেলোয়াড় ও কর্মকর্তাদের বাংলাদেশে আসার বিমানের টিকিট পাওয়া না যাওয়াতেই বারবার সিডিউল পেছাতে হয়েছে। এজন্য সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটিও খেলতে পারবে না গ্রায়েম ক্রেমারের দল।

এমএমআর/আইআই

আরও পড়ুন