ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৫০০ উইকেটের অপেক্ষা বাড়লো রাজ্জাকের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ড শুরু হয় মঙ্গলবার। সাভারের বিকেএসপিতে সাউথ জোন আর ইস্ট জোনের ম্যাচটি নিষ্প্রাণ ড্রতেই শেষ হয়েছে।

তবে ড্র হওয়া ম্যাচে শেষ বিকেলে একটু উত্তেজনা ছড়ান আবদুুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার দ্রুত ৩ উইকেট নিলেও অবশ্য ম্যাচের রং পাল্টানোর সম্ভাবনা ছিল না। তবে রাজ্জাকের ব্যক্তিগত একটি অর্জনের দিকে তাকিয়ে ছিলেন সবাই। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯৯ উইকেট হয়ে গেছে তার। আর একটি উইকেট হলেই হতো।

আর একটি উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটর ক্লাবে ঢুকে যেতেন রাজ্জাক। শেষ পর্যন্ত আর একটি উইকেট পাওয়া হলো না। অপেক্ষা বাড়লো অনন্য এক মাইলফলক ছোঁয়ার।

বিকেএসপিতে ম্যাচের শেষ দিনে প্রথম ইনিংসে ৩৯৫ রান তুলে অলআউট হয় সাউথ জোন। দ্বিতীয় ইনিংসে ইস্ট জোন ৪ উইকেটে ৯৩ রান তোলার পর শেষ হয় ম্যাচ। প্রথম ইনিংসে মুমিনুল হকের মহাকাব্যিক এক ডাবলে ভর করে ইস্ট জোন করেছিল ৫৪৬ রান।

এদিকে, সিলেটে সেন্ট্রাল জোন আর নর্থ জোনের ম্যাচটি শেষদিনে ফল বেরিয়েছে। ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে নর্থ জোন।

এমএমআর/আইআই

আরও পড়ুন