ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে রাবাদা, নামলেন বিরাট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:১৮ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

পেসার কাগিসো রাবাদা অভিষেকের পর থেকেই নিজেকে অন্য উচ্চতায় মেলে ধরেছেন। এবার কেপ টাউনের নিউল্যান্ডসে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অসাধারণ পারফরম্যান্স আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এলেন কাগিসো রাবাদা। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তার উইকেট পাঁচটি। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে শীর্ষে উঠলেন প্রোটিয়া এই পেসার।

দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন তৃতীয় স্থানে। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেননি জাদেজা। চারে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ব্যাটিংয়ের কারণে একধাপ নেমে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষে রইলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। কোহলিকে ঠেলে তিন নম্বরে নামিয়েছেন ইংল্যান্ডের জো রুট। তিনি উঠলেন দ্বিতীয় স্থানে। চার নম্বরে কেন উইলিয়ামসন। পাঁচ নম্বরে ভারতের চেতেশ্বর পূজারা।

অল-রাউন্ডারদের তালিকায় বরাবরই শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। চার নম্বরে বেন স্টোকস। পাঁচে ভারনন ফিল্যান্ডার। প্রথম টেস্টে ৯ উইকেট নেয়া ফিলান্ডার বোলিংয়ে রয়েছেন ছয় নম্বরে।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও দলগত র‌্যাংকিংয়ে শীর্ষেই থেকে গেল ভারত। তাদের পয়েন্ট ১২৪। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে। তিন নম্বরে অস্ট্রেলিয়া। চারে নিউজিল্যান্ড। পাঁচে ইংল্যান্ড।

আইএইচএস/বিএ

আরও পড়ুন