ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাথুরুর ইচ্ছায় আবারও শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

কোচের দায়িত্ব নিয়েই শ্রীলঙ্কা দলে পরিবর্তন আনতে শুরু করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের সাবেক এই কোচ এখন শ্রীলঙ্কাতেও দল নির্বাচনে খবরদারি করার অনুমতি পেয়েছেন। তার ইচ্ছাতেই আবারও সীমিত ওভারের অধিনায়ক পদে ফিরিয়ে আনা হয়েছে মাস ছয়েক আগে দায়িত্ব ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউজকে।

মঙ্গলবার কলম্বোতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন ম্যাথিউজ। নির্বাচকদের সঙ্গে হাথুরুর ইচ্ছেতেই আবারও অধিনায়ক হতে রাজি হয়েছেন, জানালেন তিনি, 'আমি যখন দায়িত্ব ছাড়ি, কখনও ভাবিনি আবার নেতৃত্বে আসব। কিন্তু ভারত সফর থেকে দল ফেরার পর বোর্ড প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলেন। হাথু আইয়া (হাথুরুসিংহে) এবং নির্বাচকরাও আবার আমাকে নেতৃত্ব নেয়ার কথা ভাবতে বলেন।'

তবে তারা বলার পরই নেতৃত্ব হাতে নেয়ার সিদ্ধান্ত নিয়ে নেননি ম্যাথিউজ। বরং কিছুদিন ভাবার জন্য সময় নিয়েছিলেন, জানিয়ে লঙ্কান দলের পুন: নির্বাচিত অধিনায়ক বলেন, 'আমি এটা নিয়ে ভাবতে কয়েকদিন সময় নেই। কিছু বিষয় চিন্তা করার পর আমি সম্মতি দিয়েছি। বিশ্বকাপে আমাদের একটা থিতু দল নিয়ে যেতে হবে। গত কয়েক মাসে ইনজুরির কারণে আমাদের দলে কয়েকজন অধিনায়ক ছিল। তারা সবাই ভালো করে দায়িত্ব পালন করেছে, কিন্তু আমরা ফল পাইনি। বিশ্বকাপে আমাদের সুস্থির একটা দল হয়ে যাওয়া উচিত।'

হাথুরুসিংহের সঙ্গে কাজ করতে পারবেন বলে রোমাঞ্চিত ম্যাথিউজ। নতুন কোচের প্রশংসা করে তিনি বলেন, 'আমি হাথু আইয়াকে দীর্ঘদিন ধরে চিনি। আমি জানি তিনি কিভাবে সব কিছু চালান। তিনি এখানে শুধু থাকার জন্য আসেননি। তার সঙ্গে কাজ করা খুব সহজ হবে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। যদি প্রয়োজনের সময় কাজে না আসতে পারি, তবে ক্রিকেটে আমি সঠিক কাজটি করছি না।'

পুন: নির্বাচিত অধিনায়ক ম্যাথিউজের প্রথম চ্যালেঞ্জই হবে বাংলাদেশ সফর। জিম্বাবুয়ে এবং বাংলাদেশের সঙ্গে এই মাসেই একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ জানুয়ারি।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন