ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পান্ডিয়ার বীরত্বের পরও ২০৯ রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

৯২ রানেই ছিল না ৭ উইকেট। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার গতিঝড় সামলে ভারতের একশ করাই দায় হয়ে পড়েছিল। সেখান থেকে দলকে প্রায় একাই টেনে নিলেন হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত অবশ্য একটা আক্ষেপ রয়েই গেল তার। মাত্র ৭ রানের জন্য যে সেঞ্চুরিটা পেলেন না ভারতীয় অলরাউন্ডার।

পান্ডিয়ার ৯৩ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ২০৯ রান তুলে অলআউট হয়েছে ভারত। ৯৫ বলের ইনিংসে ১৪টি চার আর ১টি ছক্কা হাঁকান ডানহাতি এই অলরাউন্ডার।

ভারতের ইনিংস খুব বড় না হলেও পান্ডিয়া খেলেছেন দুর্দান্ত। ভুবনেশ্বর কুমারের অবদানকেও খাটো করার উপায় নেই। অষ্টম উইকেটে লোয়ার অর্ডার এই ব্যাটসম্যানকে সঙ্গে নিয়েই যে ৯৯ রানের মান বাঁচানো জুটি গড়েন পান্ডিয়া। ৮৬ বলে ৪ বাউন্ডারিতে ২৫ রান করে আউট হন ভুবনেশ্বর।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা আর ভেরনন ফিলেন্ডার। ২টি করে উইকেট ডেল স্টেইন আর মরনে মরকেলের।

প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়ারা ৭৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে। খেলা চলছে দ্বিতীয় দিনের।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন