ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অর্ণব-জাফরকে পেছনে ফেলে বিএসপিএ'র বর্ষসেরা সাকিব

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন সাকিব আল হাসান (ক্রিকেট), অর্ণব সারার লাদিফ (শুটিং) এবং জাফর ইকবাল (ফুটবল)। অর্ণব-জাফরকে পেছনে ফেলে শেষ পর্যন্ত এ পুরস্কারটা জিতে নিয়েছেন সাকিব।

সাকিব আগেই ক্রিকেট ক্যাটাগরিতে বর্ষসেরা হন, লাদিফ শুটিংয়ে এবং জাফর ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। এদের মধ্যে একজনের সব মিলিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হওয়ার কথা ছিল। শনিবার বিএসপির বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা হলো সাকিব আল হাসানের নামটিই।

এর আগে, বর্ষসেরা দাবাড়ু এনামুল হোসেন রাজীব, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা, বর্ষসেরা সাঁতারু জোনায়না আহমেদ, বর্ষসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দীন (ক্রিকেট), বর্ষসেরা সংগঠক নির্বাচিত হন মাহফুজা আক্তার কিরণ (ফুটবল)।

উদীয়মান অ্যাথলেট নির্বাচিত হন জহির রায়হান। বিশেষ সম্মাননা ফুটবলের সালাম মুর্শেদী ও বাদল রায়ের। তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হন মফিজুল হক (ফুটবল কোচ)। বর্ষসেরা স্পন্সর রবি।

এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন চারজন। মনোনীতরা হলেন- মাশরাফি বিন মর্তুজা (ক্রিকেট), সাকিব আল হাসান (ক্রিকেট), মাহমুদউল্লাহ রিয়াদ (ক্রিকেট) এবং জাফর ইকবাল (ফুটবল)। অনলাইনে ক্রীড়ামোদীদের ভোটে এ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাাফি বিন মর্তুজা।

রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার হাতে তুলে দেয়া হয় বিজয়ীদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাকিবের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিতি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ারের প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন