ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কলঙ্কিত বাট-আসিফকে পিএসএলে চান রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানী ক্রিকেটার সালমান বাট আর মোহাম্মদ আসিফ নিষেধাজ্ঞায় ছিলেন পাঁচ বছর। নিষেধাজ্ঞা কাটিয়ে তারা ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন, কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মত বড় টুর্নামেন্টে সুযোগ মিলছে না। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক তাদের পাশে দাঁড়াচ্ছেন, চাইছেন যেন পিএসএলে খেলতে পারেন তারা।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলছেন সালমান বাট আর মোহাম্মদ আসিফ। বয়স বিবেচনায় সাজা কাটিয়ে ফেরা আরেক ক্রিকেটার মোহাম্মদ আমির এখন জাতীয় দলে ফিরলেও বাট-আসিফদের পিএসএলেও নেয়া হচ্ছে না।

রাজ্জাক এখন তাদের পাশে দাঁড়াচ্ছেন। কলঙ্কিত দুই ক্রিকেটারকেও পিএসএলে সুযোগ দেয়া উচিত, মনে করছেন সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার। তিনি বলেন, 'আমার মনে হয়, আসিফ আর সালমানকে পিএসএলে সুযোগ দেয়া উচিত। দেখা উচিত তারা কেমন করে। আমার নিজেরও পিএসএলে খেলার ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ পেলাম না।'

প্রসঙ্গত : ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের প্রমাণ মেলায় বাট, আমির আর আসিফকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন