ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নতুন বছরে ভালো করার প্রত্যয় তামিমের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭

২০১৭ সালটা বাংলাদেশের ভালো-মন্দ মিলিয়েই গেছে। তবে কথায় বলে 'শেষ ভালো যার, সব ভালো তার।' তাই হয়তো সবার মনে হচ্ছে, খুব একটা ভালো যায়নি টাইগারদের। বছরের শেষে এসে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজটা যে বাজেভাবে হেরেছে দল। তবে অতীতে যাই হোক, আগামী বছরটা ভালোই যাবে আশা করছেন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল

২০১৭ সালের পাওয়া এবং নতুন বছরের প্রত্যাশা নিয়ে তামিম বলেন, 'শেষ বছর সফলতা ছিল। কিন্তু আমরা হয়তো আরো ভালো করতে পারতাম। শ্রীলংকায় আমরা সিরিজ ড্র করেছি, সেটা জিততে পারতাম। হয়তো ছোট ছোট ভুল হয়েছে। তেমনি সফলতাও আছে। ইংল্যান্ডকে হারানো, ট্রাই সিরিজে নিউজিল্যান্ডকে হারানো। সব মিলিয়ে ভালোই ছিল। আমরা হয়তো ১০-১৫ ভাগের জন্য কিছু সাফল্য মিস করেছি। আশা করবো, নতুন বছরে এই ১০-১৫ ভাগও মিস হবে না, আরও ভালো কীভাবে খেলা যায় তা নিয়ে কাজ করতে পারবো।'

দলের জন্য মিশ্র হলেও নিজের বছরটা ভালো গেছে বলেই মনে করেন তামিম। নতুন বছরে ধরে রাখতে চান ধারাবাহিকতা। টাইগার ওপেনার বলেন, ' ২০১৭ অনেক ভালো ছিল আমার জন্য। বিশেষ করে ওয়ানডে ফরমেটে। ইচ্ছা থাকবে, ফর্মটা ধরে রাখার। আর যখন কেউ ভালো খেলে, তখন সে মানসিকভাবেও অনেক ভালো থাকে। সামনে যে সিরিজ আছে, সেখানে এই মানসিকতা নিয়েই খেলব।'

আসন্ন সিরিজে তার মতো দলের সিনিয়র যারা আছেন, তাদের দায়িত্ব নিতে হবে, মনে করছেন তামিম। এ নিয়ে তিনি বলেন, 'আসলে এটা এখন আর বলার দরকার হয় না। এটা আমরা নিজেরাও বুঝি। আমরা ৪-৫ জন যারা আছি, তারা প্রায় ১০ বছরের মতো খেলে আসছি। দুইশ-এর উপর ম্যাচও খেলে ফেলেছি সব ফরমেট মিলিয়ে। স্বাভাবিকভাবেই দায়িত্বটা আমাদের ওপরই আসবে।'

দলের তরুণদেরও প্রশংসা করতে ভুল করেননি তামিম। তরুণদের নিয়ে তিনি বলেন, 'আমার মনে হয়, যে এগারো জন থাকবে তারা ভালো কিছুই করবে। আর তরুণরা অনেক ভালো করছে এবং করার ক্ষমতা রাখে। আমরা যদি টিম হিসেবে খেলি, তাহলে দেখা যায় আমাদের ফলাফলও ভালো থাকে।'

তবে শুধু নিজের চেষ্টাতেই সব হয় না। ভক্তদের দোয়া আর শুভ কামনা অনেক কাজে দেয়, বিশ্বাস তামিমের। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমার ফ্যানদের বলবো, আমার জন্য দোয়া করতে; যেন আগামী দিনগুলোতে আমি আরো সফল হই।'

এমএএন/এমএমআর/আইআই