হাথুরুকে 'গুড লাক' বললেন তামিম
বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে- এটা এখন অতীত। হাথুরু এখন শ্রীলংকা দলের কোচ। আর বাংলাদেশ দলের ২০১৮ সালের শুরুই হচ্ছে শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ও দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে। এ দুই সিরিজেই টাইগারদের প্রতিপক্ষ শিবিরে থাকবেন হাথুরু।
বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার পরই হাথুরুকে নিয়ে আলোচনা, তিনি তো সবই জানেন এ দলটার! এটা কি বাড়তি সুবিধা দেবে না শ্রীলংকাকে? বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালও সেটা মেনেই নিচ্ছেন।
তবে বাংলাদেশ দলের উন্নতিতে হাথুরুসিংহের বড় অবদান আছে, সেটাও স্বীকার করছেন তামিম। সদ্য সাবেক এই কোচকে 'গুড লাক' বলতেও ভুল করলেন না এ ওপেনার। তিনি বলেন, 'দায়িত্ব শেষ করেছে, তা বলতে পারি না। কিন্তু এটুকু বলবো, ও চার বছর ছিল। আমাদের অনেক উন্নতি করেছে সেটা মানতেই হবে। এ ক্রেডিট তাকেই দিতে হবে। সে শুধু দলের না, কিছু আলাদা আলাদা মানুষদের জন্যও কাজ করেছে। তবে সে যেহেতু এখন শ্রীলংকা টিমের কোচ, তাকে গুড লাক।'
হাথুরুকে নিয়ে না ভেবে, নিজেদের পরিকল্পনা মত কাজ করা নিয়েই ভাবতে চান তামিম। দেশসেরা এ ওপেনার বলেন, 'এটা (হাথুরু) নিয়ে যদি না ভাবি, আমার কাছে মনে হয় না যে বড় কোনো প্রভাব পড়বে। দিনশেষে আপনি প্ল্যানিং করবেন, আরো অনেক কিছু করবেন। কিন্তু খেলোয়াড়রা যদি সেভাবে খেলতে না পারে, তাহলে তা কোনো কাজে আসবে না। আমাদের বেলায়ও সেটাই। আমাদের যে কোচ আছেন, তিনি যে পরিকল্পনা করবেন প্রতিপক্ষের জন্য, তা আমরা করতে না পারলে আমাদেরও সমস্যা হবে।'
বাংলাদেশ দলের সঙ্গে অনেক দিন ছিলেন। দলের নাড়ি-নক্ষত্র তো জানাই আছে হাথুরুর। সেটা আসন্ন সিরিজে প্রভাব ফেলতে পারে, মানছেন তামিম। তিনি বলেন, 'আসলে এটা (হাথুরুর না থাকা) চিন্তা করলে ম্যাটার করবে, না করলে নয়। তবে ৩-৪ বছর আমাদের সঙ্গে ছিল। আমাদের কিছুটা হলেও জানে।'
এমএএন/এমএমআর/আরআইপি