ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিজেদের ফেবারিট ভাবছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৭ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭

২০১৮ সালে খুবই ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। জানুয়ারির ১৫ তারিখ থেকেই শুরু হবে তাদের ব্যস্ত সূচি। বছরের শুরুতেই টাইগারদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ ত্রি-দেশীয় সিরিজ। এই সিরিজে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। তবে বাকি দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় নিজেদেরকেই ফেবারিট ভাবছেন দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল খান।

আজ (রোববার) বছরের শেষ দিনে এসে চলতি জাতীয় দলের ক্যাম্পে প্রথমবারের মতো যোগ দিয়ে অনুশীলন করেন তামিম ইকবাল। অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপ করতে গিয়ে নিজেদের ফেবারিটের কথা বলেন তিনি।

তামির চোখে কেন বাংলাদেশ ফেবারিট? এর ব্যাখাও দিয়েছেন তিনি। তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয়, খুবই একটা ভালো সিরিজ হবে সামনে। যে দুই দল আছে তাদের সম্পর্কে আমরা জানি। শ্রীলঙ্কা অনেক ভাল একটি দল। জিম্বাবুয়েও যে কোনো সময়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে আমাদের ঘরের মাঠে যেহেতু সিরিজটি অনুষ্ঠিত হবে, সে হিসেবে কিন্তু আমরাই ফেবারিট থাকবো। শেষ দু’তিন বছর ঘরের মাঠে আমরা যে ধরনের ক্রিকেট খেলে আসছি, তাতে আমাদেরই তো ফেবারিট হওয়া উচিত।’

হোম সিরিজের পাশাপাশি প্রতিপক্ষ পরিচিত বলে বাড়রি সুবিধা পাবার কথাও ভাবছেন তামিম ইকবাল। তার মতে, ‘এটা সত্য যে আমরা খুব বেশি ত্রি-দেশীয় সিরিজ খেলিনি। যতগুলা খেলেছি, এর মধ্যে আমার মনে আছে একটাতে ফাইনাল খেলেছিলাম। তবে হ্যাঁ, এবারই বড় সুযোগ আমাদের সামনে। একই সঙ্গে ঘরের মাঠের সুবিধা তো আছেই। যে প্রতিপক্ষের সাথে খেলা, তাদের আমরা ভালভাবেই চিনি। যেভাবে ওরা আমদের চেনে, আমরাও তেমন ওদের চিনি।’

তামিম মনে করেন, ১৫ জানুয়ারির আগে ঠিকভাবে অনুশীলন করে ত্রি-দেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত করা যাবে নিজেদেরকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, এই যে অনুশীলন শুরু হয়েছে এবং আরো ১৫ দিনের মত অনুশীলন করার সুযোগ আছে, এই দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে। কিভাবে আমরা নিজেদের তৈরি করছি সিরিজের জন্য সেটা অবশ্যই দেখার বিষয়। আশা করি এইদিনে আমরা ভালভাবে নিজেদের তৈরি করতে পারবো। এবং নিজেদের আরো বুঝতে পারবো। যেহেতু আমরা সব ধরনের সুযোগ পাচ্ছি। সেহেতু আমরা চাইব, সেভাবেই নিজেদের তৈরি করতে।’

এমএএন/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন