ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুজনে নির্ভার মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

অনেকে বলে থাকেন, দেশি কোচ হলে দেশের ক্রিকেটারদের জন্য সুবিধা হয়। আপাতত বিদেশি কোচ না পাওয়ায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের দায়িত্বে এখন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল একজন কোচ তিনি। এমন একজন দলের সঙ্গে থাকায় বেশ নির্ভার টাইগার টেস্ট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ সুজনকে নিয়ে বলেন, 'আমরা সবাই তাকে চিনি। আর সুজন ভাই অনেক দিন থেকে দলের সঙ্গে। আমরা সবাই তার সম্পর্কে জানি। তিনিও আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি। বিগত কয়েক বছর আমাদের সাথে আছেন। আমাদের ভাল মত জানেন, চেনেন । আর এটা আমাদের জন্য ভালো। এর জন্য আমরা আমাদের সেরাটা দিতে পারবো। আর সুজন ভাইও আমাদের জন্য সেরাটা দেবেন।'

মাহমুদউল্লাহ এবার টেস্ট দলের সহ-অধিনায়ক। তবে নিজেকে অধিনায়কের চেয়ে দলের খেলোয়াড় হিসেবে ভাবতেই পছন্দ করেন তিনি। এ নিয়ে তিনি বলেন, 'আসলে আমি আগে থেকেই বলে এসেছি যে আমি আমাকে একজন টিমম্যান মনে করি। দল আমার কাছ থেকে যেটা আশা করবে, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। দলের প্রয়োজনে কাজ করবো।'

প্রাথমিক দলের সবার সম্পর্কে মূল্যায়ণ করতে গিয়ে বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, 'আমরা কম বেশি সবাই নিজেদের চিনি। সবাই ফ্রেন্ডলি। আর যারা এখন আছে, আমি বলবো সবাই মিলে একটা ভাল টিম আমাদের। আর সবাই টিমের জন্য কাজ করবো।'

আজ অনুশীলনের সময় বোলারদের এসে টিপস দেন বাংলাদেশের প্রথম পেসার গোলাম নওশের প্রিন্স। তার এই টিপস দেয়া সম্পর্কে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, 'ওনার মত এত বড় খেলোয়াড়ের কাছ থেকে সাজেশন পাওয়াটা অনেক বড় কিছু । তারপরও সব টিম কম্বিনেশন এবং টিমের উপর নির্ভর করে। আর আমি ব্যাটিং হোক বা বোলিং; সব দিক দিয়েই সেরাটা দেওয়ার চেষ্টা করবো।'

এমএএন/এমএমআর/পিআর

আরও পড়ুন