ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ডি ককের চোট নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে ফিল্ডিংয়ে নামতে পারেননি কুইন্টন ডি কক। বুধবার স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে, ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এতে ভারতের বিপক্ষে ৫ জানুয়ারি থেকে শুরু সিরিজের প্রথম টেস্টে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লেন তিনি।

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনই ব্যাটিংয়ের সময় চোটে পড়েন ডি কক। রান নিতে গিয়ে হঠাতই ডান পায়ে টান পড়ে তার। ফলে এরপর আর দলের হয়ে কিপিং গ্লাভস হাতে নামতে পারেননি তরুণ এই ব্যাটসম্যান।

প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমেছেন। এমন সময়ে একসঙ্গে অনেকগুলো দায়িত্ব চেপে গেছে এবি ডি ভিলিয়ার্সের কাঁধে। ফাফ ডু প্লেসিস অসুস্থ থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ডি ককের চোটে উইকেটকিপিংয়ের দায়িত্বটাও পালন করেছেন।

যদিও দক্ষিণ আফ্রিকা ম্যানেজম্যান্ট ভীষণ আত্মবিশ্বাসী, ভারতের বিপক্ষে ৫ জানুয়ারি শুরু টেস্টের আগেই সুস্থ হয়ে উঠতে পারবেন কুইন্টন ডি কক। দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়!

এমএমআর/আইআই

আরও পড়ুন